শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ককটেল হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগের অফিস ও নেতাদের বাড়িতে বিএনপি-জামায়াত ককটেল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের এমপি পুত্র আলহাজ মশিউর রহমান মোল্লা সজল।

সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকায় গণসংযোগ ও মতিবিনিময় অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, নৌকার পক্ষে দেশজুড়ে গণজোয়ার উঠেছে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

 

সায়েদাবাদ এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড বাসির কাছে নৌকায় ভোট চেয়ে সজল বলেন, আগামীতে ঢাকা-৫ আসন হবে মাদক-সন্ত্রাসমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ। এ জন্য আপনাদের সবার কাছে আমার বাবার জন্য নৌকা মার্কায় ভোট চাই।

অনুষ্ঠানে আকতার দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক গাজী শামীম, সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিয়নসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।