শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

`জিরো` দেখে আনুশকা সম্পর্কে যা বললেন কোহলি

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

বেশ কিছুদিন ধরেই প্রথাগত নয় এমন চরিত্রে অভিনয় করে সুনাম কুঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সাম্প্রতিক সময়ে তিনি 'জিরো' সিনেমাতে একজন হুইলচেয়ারে বন্দি নাসার বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।

তাঁর সঙ্গে বামন চরিত্রে শাহরুখ খান এবং মদ্যপ চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্রে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে জিরোতে স্ত্রীর অভিনয় বেশ ভালো লেগেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ায় গেলো শুক্রবার (২১ ডিসেম্বর) 'জিরো' থিয়েটারে মুক্তি পাওয়ার সময় বিরুশকা দম্পতি সেটি উপভোগ করেন।

টুইটারে কোহলি জিরোর ব্যাপারে লিখেছেন, 'জিরো দেখলাম এবং এটি অসাধারণ বিনোদন দিয়েছে। আমি উপভোগ করেছি। সবাই নিজের চরিত্র বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আনুশকা শর্মার পারফরমেন্সও ভালো লেগেছে।  কারণ আমার মনে হয়েছে এটা খুব কঠিন একটা চরিত্র ছিল এবং সে অসাধারণ অভিনয় করেছে।'

বহুল আলোচিত 'জিরো' মুক্তির প্রথম দিনই ২০ কোটি রুপি আয় করেছে।