শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা গৌতম দে

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

goutom-somoy

মারা গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা গৌতম দে (৬৫)। সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাঁকে দেখা গেছে। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন।
 

 

সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক কন্যা।

দীর্ঘ দিন থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন গৌতমবাবু। শুধু থিয়েটারই নয়, পরবর্তীকালে অনেক টেলি সিরিয়ালও করেছেন। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও।

অন্যতম জনপ্রিয় টেলি সিরিয়াল ‘জন্মভূমি’তে অভিনয়ের জন্য আমদর্শকের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সৃজনশীল অভিনয়ের জন্য সকলের মন কেড়েছিলেন টেলিপাড়ার এই অভিনেতা।

‘জন্মভূমি’ ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে।

গৌতমবাবুর অন্যতম সেরা থিয়েটারগুলো হল- ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’,‘বৈশাখি ঝড়’। ইন্দর সেন পরিচালিত টেলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন গৌতমবাবু। কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।