শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

গরমে ডায়রিয়ার প্রকোপ, বাড়বে তাপমাত্রা

স্বাস্থ্য ডেস্ক :

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

কয়েকদিনের তাপদাহে নগরীতে বিড়ম্বনার পাশপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া। সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাখালি আইসিডিআরবিতে প্রতিদিন প্রায় ৯শ নতুন রোগী ভর্তি হচ্ছে। ডিবিসি নিউজ রাজধানীতে গরমের তীব্রতা বেশি হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ।

আইসিডিডিআরবি হাসপাতাল প্রধান ডা. আজহারুল ইসলাম খান জানান, মূলত পানির সমস্যা, ও বাইরের কিছু খাওয়ার ফলে ডায়রিয়া বাড়ছে। ডায়রিয়া থেকে কোনও মৃত্যু যেন না ঘটে সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে।’
ডা. আজহারুল ইসলাম খান আরও জানান, ‘গরমে পানি দিয়ে তৈরি খাবারের বিক্রি বেড়ে যায়। এই পানি সব জায়গায়তো বিশুদ্ধ নয়। অতএব বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করতে হবে। যেখানে পানি ফুটিয়ে নেয়ার ব্যবস্থা নেই, সেখানে ফিল্টারের পানি খেতে হবে।’
 
আবহাওয়া অফিস বলছে এপ্রিলে তাপমাত্রা থাকে ৩৩ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। কিন্তু বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরম বেশ অনুভ‚ত হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ‘এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা একটু উর্ধ্বগতির দিকে থাকবে।