হঠাৎ করেই তারকায় জমজমাট এফডিসি, কিন্তু কেন?
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
একসময় এই এফডিসি ছিল চলচ্চিত্রের প্রাণ, তবে এখন আর সহজে দেখা মেলে না এখানে কারো। তবে হঠাৎ করেই শনিবার (২২ ডিসেম্বর) এফডিসির চিত্রই যেন পালটে গেল। সেদিন তারকাদের আলোয় জমজমাট হয়ে ওঠে এফডিসি।
আসলে, সেদিন শাকিব খানের সিনেমার শুটিং ছিল, এছাড়া সঙ্গে ছিল দেশের সিনেমার একসময়ের দাপুটে চিত্রনায়িকা চম্পার শুটিং। এফডিসিতে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ, মাহিয়া মাহী ও বুবলীর মতো জনপ্রিয় সব তারকা। একসঙ্গে তিন সিনেমার শুটিংয়ে পুরো এফডিসি যেন প্রাণ ফিরে পায়।
আর বড় তারকাদের পেয়ে যেন জমজমাট হয়ে উঠেছিল এফডিসি। ‘অবতার’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের দেখা গিয়েছিল মাহিয়া মাহীকে। জসিম ফ্লোরে চিত্রায়ণ শুরু হয় শাকিব খান ও বুবলী অভিনীত ‘একটু প্রেম দরকার’ ছবির। শনিবার রাত ১১টায় শেষ হয়েছিল এই লটের কাজ।
প্রশাসনিক ভবনের সামনে চলছিল পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের তার নতুন সিনেমা ‘জ্যাম’ এর শুটিং। যেখানে দেখা গেল জনপ্রিয় নায়িকা চম্পাকে।
এফডিসি চলচ্চিত্রের প্রাণ, আর এই প্রান ফিরেই আসে তারকাদের জন্য। তবে এখন আর নিয়মিত নন তারা।
