শচীনকে স্যার সম্বোধন মোস্তাফিজের
খেলা ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

একে একে ৪৫টি বসন্ত পার করলেন শচীন টেন্ডুলকার। পা দিলেন ৪৬ বছরে। গেল বুধবার ছিল এ ভারতীয় ক্রিকেট কিংবদন্তির জন্মদিন। স্বাভাবিকভাবেই শুভ দিনটিতে ক্রিকেটাঙ্গন ও বাইরের অসংখ্য গুণগ্রাহী-শুভানুধ্যায়ীর শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
তবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদাভাবে নজর কেড়েছে তাকে জানানো মোস্তাফিজুর রহমানের শুভেচ্ছাটি। আর সবার মতো ওই দিন টেন্ডুলকারকে প্রশংসায় ভাসান ফিজ। তাকে স্যার বলে সম্বোধন করেন তিনি।
এক টুইটে মোস্তাফিজ লেখেন- শুভ জন্মদিন শচীন টেন্ডুলকার স্যার। বারবার দিনটি আপনার জীবনে ফিরে আসুক। আল্লাহ আপনার আশীর্বাদ করুন এবং সবসময় সুস্থ থাকুন। কিংবদন্তি।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল এ গ্রহের বাসিন্দা হন শচীন। এই দিনে মুম্বাইয়ের এক নার্সিং হোমে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নযাত্রা শুরু তার। বাকিটা ইতিহাস।
ক্রিকেটে এমন কোনো শিরোপা নেই যা অর্জন করেননি টেন্ডুলকার। ক্রিকেটবিশ্বে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিকও এ ক্রিকেট ঈশ্বর।