মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বল অ্যাম্পায়ারের পকেটে, খেলা বন্ধ কয়েক মিনিট

খেলা ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে এক মজার ঘটনা হলো স্টেডিয়ামে। বল পকেটে রাখলেও সেই কথা ভুলে গিয়েছিলেন আম্পায়ার শামসুদ্দিন। বল খুঁজতে খুজতে অনেকটা সময় পার হওয়ার পর যখন নতুন বল নিয়ে আসা হয়। তখনই যেন পকেটে বল রাখার কথা মনে পরে শামসুদ্দিনের।

ব্যাঙ্গালুরুর স্টেডিয়ামে চলছে কিংস ইলিভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের। ব্যাটিংয়ে তখন বেঙ্গালুরু। ইনিংসের ১৫ তম ওভারে বোলিং করতে আসেন ডানহাতি পেসার অঙ্কিত রাজপুত। পাঞ্জাবের এ পেসার বোলিংয়ে এসে খুঁজতে থাকেন বল। অথচ বল পান না কেউ। পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন আর বোলার অঙ্কিত রাজপুত বল খুঁজে না পেয়ে শরণাপন্ন হন আম্পায়ারের। এ নিয়ে হাস্যরস শুরু হয়ে যায় ধারাভাষ্যকক্ষেও।
 
ব্যাটিংয়ে থাকা মার্কাস স্টয়নিস আর এবি ডি ভিলিয়ার্স ছিলেন অপেক্ষায়। এরপর অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ১৪ তম ওভার শেষে বোলার বল দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে। ঐ ওভারে লেগ আম্পায়ার ছিলেন শামসুদ্দিন। ওভার শেষে টাইম-আউট ডাকা হয়। ঐ বিরতিতে ব্রুফ অক্সেনফোর্ডের কাছ থেকে বল নেন আম্পায়ার শামসুদ্দিন। এরপর তা পকেটে রাখেন তিনি। অ্যাকশন রিপ্লের পর পকেটে বল রাখার কথা মনে পড়ে শামসুদ্দিনের। এরপর সেটি বের করে তুলে দেওয়া হয় অঙ্কিত রাজপুতের হাতে।