মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সাকে অপেক্ষায় রাখলো অ্যাতলেতিকো

খেলা ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

 

 গ্রিয়েজমানের গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকোঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগা শিরোপা উদযাপনে বার্সেলোনাকে অপেক্ষায় রাখলো অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে পাঁচ গোলের থ্রিলারে ৩-২ গোলে জিতেছে তারা।

অ্যাতলেতিকোর হারে বার্সা গত ১১ বছরে অষ্টম শিরোপা নিশ্চিত করতে পারতো। কিন্তু এই জয়ে ডিয়েগো সিমিওনের দল ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বার্সার (৮০) সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান কমালো।

বৃষ্টিস্নাত সন্ধ্যায় অ্যাতলেতিকো ৯ মিনিটে এগিয়ে যায় আলভারো মোরাতার গোলে। তবে ৩৬ মিনিটে সাবেক অ্যাতলেতিকো ফরোয়ার্ড কেভিন গামেইরো ফেরান সমতা। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই দুর্দান্ত হেডে স্বাগতিকদের এগিয়ে দেন আন্তোয়ান গ্রিয়েজমান।

কিন্তু আবার ভ্যালেন্সিয়া সমতা ফেরায় পেনাল্টি থেকে। অ্যাতলেতিকোর বক্সে সাউল নিগুয়েসের হ্যান্ডবল হলে ভিএআর রিভিউয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অধিনায়ক ড্যানি পারেহো স্পট কিক থেকে গোল করেন। তবে তৃতীয়বার লিড নেয় অ্যাতলেতিকো, আনহেল কোরেয়ার দুর্দান্ত স্ট্রাইকে।

ম্যাচ শেষে সিমিওনে বলেছেন, ‘আমরা একটি সেরা ম্যাচ খেললাম। বেশির ভাগ সময় আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং উপযুক্ত জয় পেয়েছি। ৫ গোল হলো, ভক্তদের নিশ্চয় ভালো লেগেছে।’

আগামী শনিবার ন্যু ক্যাম্পে লেভান্তেকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে বার্সা। অবশ্য মাঠে নামার আগেই তারা শিরোপা নিশ্চিত করতে পারে, যদি দিনের আগের ম্যাচে রিয়াল ভায়াদোলিয়েদের কাছে হেরে যায় অ্যাতলেতিকো। ইএসপিএনএফসি