মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

‘বিশ্বকাপে দলগুলোর জন্য বড় হুমকি আফগানিস্তান’

খেলা ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

জিম্বাবুয়ে কোচ লালচাঁন রাজপুত মনে করেন, ইংল্যান্ড বিশ্বকাপে সব দলের জন্য বড় হুমকি আফগানিস্তান। বড় দলগুলোর বিপক্ষে অঘটন ঘটিয়ে বসতে পারে দলটি।

বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্বে পরিবর্তন এসেছে। আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবের হাতে তুলে দেয়া হয়েছে অধিনায়কের আর্মব্যান্ড। এ নিয়ে ক্রিকেটারদের মন টুটাটুটি আছে।

তবে তা প্রভাব ফেলবে না বলে মনে করেন লালচাঁন। তার মতে, এ পরিস্থিতির সৃষ্টি হলেও বড় কিছু করে দেখানোর ক্ষমতা আছে আফগানিস্তানের। নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারেন নবী-রশিদরা।

বিশ্বকাপের টিকিট পেতে কোয়ালিফায়িং পর্ব পাড়ি দিতে হয় আফগানদের। চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার পাশাপাশি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতে তারা। তাই ইংল্যান্ড বিশ্বকাপে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে নিয়ে বড় আশাবাদী রাজপুত।

তিনি বলেন, আফগানিস্তানের বোলিং আক্রমণ অসাধারণ। বিশেষ করে দলটির স্পিনাররা দুর্দান্ত। উইকেটে বল গ্রিপ এবং স্পিন করলে প্রতিপক্ষকে বিপদে ফেলবে তারা। ইংল্যান্ডে নিজেদের দিনে যে কাওকেই হারিয়ে দিতে পারে ওরা।

রাজপুত মনে করেন, আফগানিস্তান বেশ কয়েকটি ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে অঘটন ঘটিয়ে বসতে পারে।

আগামী ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নাইব বাহিনী।