মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সৌরভের মতো এবার শচিন এবং লক্ষণকেও চিঠি দিয়েছে বিসিসিআই

খেলা ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী একইসঙ্গে ক্রিকেট বিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোন কর্মকর্তা। এই ইস্যুতে এর আগে সৌরভ গাঙ্গুলিকে চিঠি দিয়েছিলো বিসিসিআই। যিনি একই সঙ্গে জাতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে ছিলেন। তাকে যেকোনো একটি পদ বেচে নিতে বলে বিসিসিআই পরে তিনি ক্রিকেট বোঢরে পদ ছেড়ে দেন। এইবার একই কারণে শচিন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষণকেও চিঠি দিয়েছে বিসিসিআই।

ভারতের ক্রিকেট অ্যাডভাইজর কমিটির (সিএসি) দুই সদস্য হচ্ছেন শচিন এবং লক্ষণ। কিন্তু এমন দায়িত্বে বহাল থাকার পরেও চলমান আইপিএলে সম্পৃক্ততা আছে এই দুজনের।
 
মুম্বাই ইন্ডিয়ান্স দলের উপদেষ্টা হিসেবে আছেন শচিন, অপরদিকে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ দলের উপদেষ্টার ভূমিকায় আছেন লক্ষণ। বিষয়টি বিসিসিআইয়ের নিয়ম বহির্ভূত। আর তাই এই দুই সাবেক তারকা ক্রিকেটারকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিসিসিআই।