ম্যানচেস্টার ডার্বি জিতে শীর্ষে ম্যানসিটি
খেলা ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ম্যানসিটির জয় উল্লাসবুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে ম্যানসিটি। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখে লিভারপুলের (৮৮) চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট তাদের।
প্রথম ম্যানচেস্টার ডার্বি শেষেও বাজে সময় কাটিয়ে উঠতে পারেননি ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। লিগে টানা দ্বিতীয় হারে সেরা চারে থেকে পরের চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় আরও বড় ধাক্কা খেলো তার দল। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৯ ম্যাচে সপ্তম হার দেখলো ইউনাইটেড।
বের্নার্দো সিলভা ও লেরয় সানের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে ম্যানসিটি। দ্বিতীয় গোলে ৫ বছর আগের গড়া নিজেদের রেকর্ড ভেঙেছে সিটিজেনরা। ইংল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে তারা, এটি ছিল তাদের ১৫৭তম গোল।
এভারটনের কাছে গত রবিবার ৪-০ গোলে হেরে যাওয়া দল এবার ঢেলে সাজান সুলশার। ৫টি পরিবর্তন আনেন ম্যানইউ কোচ। জয়ে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে তারা। পল পগবার চমৎকার পাসে জেসি লিনগার্ডের ভলি গোলবারের পাশ দিয়ে চলে যায়। সিটি গোলরক্ষক এডারসন দারুণ দক্ষতায় থামান মার্কাস র্যাশফোর্ডকে।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সিটি আক্রমণে জ্বলে ওঠে। ডেভিড সিলভা ও সের্হিও আগুয়েরো সমন্বিত চেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল পাঠান রহিম স্টারলিংয়ের কাছে। কিন্তু ইংল্যান্ড ফরোয়ার্ড ৮ গজ দূর থেকে পরাস্ত করতে ব্যর্থ হন দেভিদ দে গেয়াকে।
বিরতির পর পঞ্চম মিনিটে ফের্নান্দিনিয়ো চোট নিয়ে মাঠ ছাড়লে বদলি নামেন সানে। কিছুক্ষণ পরই এগিয়ে যায় ম্যানসিটি। ৫৪ মিনিটে ইকে গুন্ডোগানের বাড়ানো বলে ডান দিক থেকে লুক শকে পেছনে ফেলে ডে গেয়ার পাশ দিয়ে জালে বল পাঠান। এই মৌসুমের ১৩তম গোল করেন তিনি।
কয়েক মিনিট পর এডারসনের কঠিন পরীক্ষা নেন পগবা। দুর্দান্ত সেভে ফরাসি মিডফিল্ডারকে লক্ষ্যভ্রষ্ট করেন ম্যানসিটি গোলরক্ষক। অবশ্য প্রথমার্ধের মতো ম্যানইউর প্রাণবন্ত পারফরম্যান্স দেখা যায়নি দ্বিতীয়ার্ধে। তাতে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় স্বাগতিকদের। ৬৬ মিনিটে সানের নিচু শট দে গেয়ার বুটে লাগলেও জালে জড়ায়।
বদলি নেমে রোমেলু লুকাকু লক্ষ্যে শট নিলেও এডারসন তাকে আটকে দেন। তাতে টানা তৃতীয় ম্যাচে একটিও গোলের দেখা না পেয়ে হার মানে ম্যানইউ।
সেরা চারে থাকার লড়াইয়ে রবিবার চেলসির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যানইউকে। চতুর্থ স্থানে থাকা ব্লুদের (৬৭) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা, ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আর বার্নলি, লিচেস্টার সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা জিতবে ম্যানসিটি। গোল ডটকম