আইবিএমের জন্য চিপ তৈরি করবে স্যামসাং
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

আইবিএম’র সিপিউ’র জন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার ৭ ন্যানোমিটারের চিপ তৈরি জন্য দুই শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তির আওতায় স্যামসাং আইবিএম পাওয়ার সিস্টেমস, আইবিএম জেড, আইবিএম লিনাক্সওয়ান হাই-পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) সিস্টেম এবং ক্লাউড অর্গানাইজেশনের জন্য ৭ মিলিমিটারের মাইক্রো-প্রসেসর তৈরি করবে।
আইবিএম বলছে, গত ১৫ বছর ধরে কৌশলগত গবেষণা করে আসছে স্যামসাং ও আইবিএম। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।