শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

নিপীড়নের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলির আহ্বান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

যুদ্ধকালীন নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। তারা যৌন নিপীড়নে ভুক্তোভোগীদের প্রতি সহযোগিতার মাত্রা বাড়ানো এবং যুদ্ধে নিপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ডয়েচে ভেলে'র।

 

তারা জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন নিপীড়নকে এখনও বিচারের আওতায় আনা হয়নি। এ কারণে যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করা হয়েছে। এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে তদারকি আরও বাড়াতে হবে। যারা এ ধরনের যৌন নিপীড়নের শিকার, তাদের প্রতি সহযোগিতা বাড়াতে হবে।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, আনুষ্ঠানিকভাবে অপরাধ তদারকি করার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।