বন্ধুদের সঙ্গে শাহরুখকন্যা সুহানার উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা নিজেই এখন তারকা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই। ক’দিন আগেই ভেনিসে বন্ধুদের নিয়ে সুহানার ছুটি কাটানোর ছবি হয়েছিলো ভাইরাল। এবার ভাইরাল হলো দুই বান্ধবী অনন্যা এবং শানায়ার সঙ্গে তার উদ্দাম নাচের ভিডিও!
সুহানার মতো অনন্যাও তারকা সন্তান। তার বাবা প্রখ্যাত অভিনেতা চাঙ্কি পাণ্ডে। করণ জোহরের নতুন সিনেমা ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক ঘটতে চলেছে তার।
অন্যদিকে শানায়া অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে এবং অনিল কাপুরের ভাতিজি। অভিনেত্রী সোনম কাপুর এবং জাহ্নবী কাপুরের চাচাতো বোন। তাই তারকা সন্তান হওয়ার খ্যাতি তারও রয়েছে।
তাই একই ফ্রেমে এই তিন সুন্দরী তারকা-কন্যার উদ্দাম নাচ ভালো লেগেছে অনেকেরই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মুহূর্তেই তা হয়ে গেছে ভাইরাল।
বাবার মতো সুহানারও ইচ্ছা আছে অভিনয় জগতে নাম লেখানোর। শোনা যাচ্ছে শিগগিরই কোনো এক নামী পরিচালকের হাত ধরে বলিউডে প্রবেশ ঘটবে এই অষ্টাদশীর।
