শিক্ষা বাজেটে বেশি বরাদ্দ জরুরি: শিক্ষামন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে শিক্ষা বাজেটে বেশি বরাদ্দ দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আগামী বাজেটে ও শিক্ষাখাত : আমাদের প্রত্যাশা’ শিরোনামে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতেই শ্রীলংকায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে শিক্ষা বাজেট প্রসঙ্গে বলেন, শিক্ষার ভিতে দাঁড়িয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাজেট পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা খাতকে।
তিনি বলেন, এমনিতে শিক্ষায় যে বাজেট আমরা পাই সেটি অনেক বেশি, তবে সব খাতকে ভাগ করে দেয়ার পর সেটাকেই অনেক কম মনে হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনের ইশতেহার যদি আপনি দেখেন, সেখানে বঙ্গবন্ধু শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ খরচ করার কথা বলেছিলেন। সামাজিক পরিকল্পনা বঙ্গবন্ধুর এই পরামর্শ গ্রহণ করার অনুরোধ থাকলো।
সব শিশুকে স্কুলে আনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, এখন আমাদেরকে শিশুদেরকে ঝরে পড়ার হার কমাতে হবে। তারা যেন নির্বিঘ্নে শিক্ষা জীবন শেষ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, গত ১০ বছরে অনেকগুলো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়ন করতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু শিক্ষায় মনোযোগ কমেনি। আপনাদেরকে বুঝতে হবে এই সরকার শিক্ষাবান্ধব।
স্কুলে ঝরে পড়ার হার কমাতে ‘মিড ডে’ মিলের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, স্কুলে খাবারের ব্যবস্থা থাকলে শিশুরা এমনিতেই স্কুলে আসবে। এমনিতেও এটা খুব জরুবি, কারণ মেধার সঙ্গে পুষ্টির সংযোগ রয়েছে। এখন কেবল খাবার নয় পুষ্টির দিকেও আমাদেরকে মনোযোগ দিতে হবে।
এ সময় ‘মিড ডে’ মিলের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেয়ারও অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস সংগঠনটির আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, ডা. এস এম দিলোয়ার রানাসহ অনেকে।
