শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯-এ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বুধবার সকালে জানান, রাতে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, এ নিয়ে আটক হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৮।

গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সতর্ক করে দিয়ে বলেন, বেশ কয়েকজন সন্দেহভাজনকে এখনো আটক করা সম্ভব হয়নি।