শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিশেষ ট্রেনে রাশিয়ায় কিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন। রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্টকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

উত্তর কোরিয়ার অজ্ঞাত একটি স্টেশন থেকে বিশেষ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম। রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া সীমান্ত অতিক্রমের পর কিমকে ফুল দিয়ে বরণ করা হয়। ট্রেন স্টেশনে তাকে আপ্যায়ন করা হয়।

উত্তর কোরিয়ার নেতা হিসেবে এটা কিমের প্রথম রাশিয়া সফর। এর আগে ২০১১ সালে কিমের বাবা রাশিয়া সফর করেছিলেন।