সোনিয়া গান্ধীকে ‘বার গার্ল অব ইন্ডিয়া’ দেখাচ্ছে গুগল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
বার গার্ল অব ইন্ডিয়া লিখে গুগলে সার্চ দিলে ফলাফলে প্রথমেই আসছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর নাম। ফলাফলে তার উইকিপিডিয়া পেজ প্রথমে আসার পর ওই ঘটনার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এরপর অনেকেই প্রশ্ন-উত্তরের ওয়েবসাইট ‘কোয়রা’য় প্রশ্ন করেছেন, রাজীব গান্ধীকে বিয়ের আগে সোনিয়া কি বার ড্যান্সার ছিলেন?
এ ঘটনার পর ওই রেজাল্টটি দ্রুত গুগলের পেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে কংগ্রেসের কোনো নেতা এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেননি।
বিশ্বনেতাদের নাম গুগলে সার্চ দিলে এমন ‘উদ্ভট’ ফলাফল দেখানের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্পকে গুগল দেখিয়েছিল ‘ইডিয়ট’। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখিয়েছিল ‘ভিখারি’।