শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতের প্রধান বিচারপতিকে ফাঁসাতে যৌন নিপীড়নের অভিযোগ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন এক নারী। তাকে ফাঁসাতেই তার বিরুদ্ধে যৌন নিপীড়নের ভুয়া অভিযোগ আনা হয়েছে। 

 

জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালসহ কর্পোরেট জগতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং ফিক্সার রোমেশ শর্মা ওই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে ভুয়া মামলা সাজাতে তাঁকে দেড় কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে চেয়েছিলেন এক ব্যক্তি। আইনজীবী উৎসব বাইন্স এই দাবি করেছেন।

উৎসব বাইন্সের দাবি, প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করাতেই তাঁর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি উৎসবের। 

 

জানা গেছে, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ আইনজীবী উৎসবকে নোটিশ পাঠিয়েছে।  নোটিশে বলা হয়েছে, আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে ওই দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে উৎসবকে।

এর আগে, সোমবার আইনজীবী উৎসব দাবি করেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নিপীড়নের ভুয়া মামলা সাজাতে তাঁকে দেড় কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে চেয়েছিলেন অজয় নামের এক ব্যক্তি। এমনকি প্রধান বিচারপতিকে ফাঁসাতে তাঁর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনেও আয়োজনের প্রস্তাব করেন ওই ব্যক্তি। 

আইনজীবী উৎসবের দাবি, জেট এয়ারওয়েজে বিনিয়োগ করেছেন দাউদ ইব্রাহিম। তাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের এক সাবেক কর্মী প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। ৩৫ বছর বয়সী ওই নারীর দাবি, ২০১৮ সালের অক্টোবরে তাঁকে যৌন নিপীড়ন করেন প্রধান বিচারপতি। সে সময় তিনি প্রধান বিচারপতির বাড়ির অফিসে কাজ করতেন। প্রতিবাদ করায় প্রথমে তাঁকে ওই অফিস থেকে সরিয়ে দেওয়া হয়; পরে চাকরি থেকেই বরখাস্ত করা হয়। পুরো বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতির কাছে একটি হলফনামা দেন ওই নারী।