সাগর পর্যবেক্ষণ কাজে রোবট!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

মাটির নিচে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে কুকুরের মতো দেখতে ‘অ্যানিম্যাল’ নামে একটি রোবটের পরীক্ষা চালাচ্ছে ইউনিভার্সিটি ইটিএইচ জুরিখ-এর একদল গবেষক।
উত্তর সাগরের একটি অংশে কনভার্টার প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে জুরিখভিত্তিক প্রতিষ্ঠান এই রোবটটি। শুরু তাই নয় যেকোনো দুর্গম জায়গায় স্বয়ংক্রিয়ভাবে চালানো যায় কিনা সেটিই বের করার চেষ্টা করছে গবেষকরা।
ইউরোপিয়ান বিদ্যুত বিতরণ প্রতিষ্ঠান টেনেটি’র সঙ্গেও পরীক্ষা চলছে অ্যানিম্যাল-এর এই রোবটটির । এটা সফলভাবে ১৬টি পর্যবেক্ষণ পয়েন্ট শেষ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রিডিং গজ, তেল ও পানির লেভেল দেখার মতো কাজ ছিল।
উচ্চ রেজুলিউশানের ক্যামেরা, মাইক্রোফোন এবং লিডার স্ক্যানারের সহায়তায় পথ চলে রোবটটি। যেকোনো ঢালে স্বয়ংক্রিয়ভাবে সিঁড়ি বেয়ে উঠতে ও দরজা খুলতে পারে অ্যানিম্যাল। গবেষকদের দাবি, মানুষ করতে চায় না এমন কাজগুলো করানোর জন্য ভালো বিকল্প হতে পারে এই রোবটটি।