এবারো ডিপিএল চ্যাম্পিয়ন আবাহনী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৩ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখল আবাহনী লিমিটেড।
বিকেএসপিতে এদিনও ব্যাট হাতে ত্রাস ছিলেন সৌম্য সরকার। তার রেকর্ড গড়া রানে ভর করে বড় লক্ষ্য তাড়া করে সহজেই জয় তুলে নেয় সাবেক চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় সংগ্রহ করে শেখ জামাল। তানবীর হায়দারের অপরাজিত ১৩২ রানের ইনিংসে এই সংগ্রহ পায় দলটি।
অন্যান্যদের মধ্যে ইলিয়াস সানি ৪৫ ও মেহরাব হোসেন ৪৪ রান করেন। আবাহনীর পক্ষে মাশরাফি শিকার করেন চার উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নামা আবাহনী উড়ন্ত সূচনা পায় দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল হকের ব্যাটে। উদ্বোধনী জুটি ভাঙে জহুরুল ১০০ রান করে আউট হলে ।
তবে অপ্রতিরোধ্য সৌম্য সরকার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে ১৫৩ বলের মোকাবেলায় ২০৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস উপহার দেন, যেখানে ছিল ১৪টি চার ও ১৬টি ছক্কা।
এই বীরোচিত ইনিংসের মাধ্যমে প্রিমিয়ার লিগে বেশ কিছু রেকর্ড গড়েছেন সৌম্য। এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। মূলত সৌম্যের ব্যাটে ভর করে ১৭ বল হাতে রেখেই আবাহনী ৯ উইকেটের জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ৩১৭/৯ (৫০ ওভার)
তানবীর ১৩২, ইলিয়াস ৪৫, মেহরাব ৪৪
মাশরাফি ৫৬/৪, মিরাজ ৩২/১
আবাহনী ৩১৯/১ (৪৭.১ ওভার)
সৌম্য ২০৮*, জহুরুল ১০০
ইমতিয়াজ ১০/১
ফল: আবাহনী ৯ উইকেটে জয়ী এবং আসরের চ্যাম্পিয়ন।