মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইংলিশ লিগে চেলসির হোঁচট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে খেলতে নেমে হোঁচট খেলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয় শূন্য রইলো মাওরিসিও সাররির দল।

ম্যাচের শুরুটা ছিল দারুণ রোমাঞ্চকর। অষ্টম মিনিটে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন বার্নলির আইরিশ মিডফিল্ডার জেফ হেনড্রিক।

পাল্টা জবাব দিতে দেরি করেনি চেলসি। দুই মিনিটের ব্যবধান দুবার জালে বল পাঠায় তারা। ১২তম মিনিটে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান এদেন আজার। 

১৪তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার ব্যাকহিলে বল পেয়ে ছোট ডি-বক্সের ডান দিক থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।

প্রথমার্ধেই সমতা টানে বার্নলি। ২৪তম মিনিটে সতীর্থের ফ্রি-কিকে হেডে বল সামনে বাড়ান ক্রিস উড। কাছ থেকে হেডে স্কোরলাইন ২-২ করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাশলি বার্নস।

বিরতির পর একইভাবে প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে আজার-কঁতেরা। বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা; কিন্তু জয়সূচক গোলের দেখা মেলেনি। এতে আসরে সপ্তম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।