মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলাধুলা অপরাধ থেকে দূরে রাখে: শিক্ষামন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, খেলাধুলা সব অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। চাঁদপুরে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে বিখ্যাত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, এসপি জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু প্রমুখ।