রোহিঙ্গাদের ব্যাপারে বিশেষ নজর রাখা হচ্ছে: সিইসি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৪ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই দেশের মানুষ সমস্যায় রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, তারা যাতে ভোটার না হতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের হাতের ছাপ নিয়ে রেখেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, একটি সময় ছিল এক ব্যক্তি পরিচয় গোপন রেখে একাধিক স্থানে ভোটার হতে পারতো। বায়োমেট্রিক পদ্ধতির কারণে এখন আর সে সুযোগ নেই।
আগামীতে যেসব নির্বাচন আসবে তার জন্য ইভিএম ব্যবহার করা হবে। প্রশাসন বাংলাদেশের, জনপ্রতিনিধিও বাংলাদেশের। যদি সবাই মিলে একত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি তাহলে কেউ আটকে রাখতে পারবে না।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
