শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

ভাইকে সান্তনা দিলেন বোন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০০ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আদরের নাতি হারানোর বেদনায় অশ্রুসিক্ত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ও বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ব্রুনাইয়ে তিন দিনের সরকারি সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরে ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে সেখানেই দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দু’জনেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্তনা দেন বোন শেখ হাসিনা।


 

 

রোববার শ্রীলংকার বিভিন্ন গীর্জা ও হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। একটি হোটেলে চালানো হামলায় নিহত হয়েছে জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জায়ান। ওই হামলায় আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি মশিউল হক চৌধুরী।

ওইদিনের সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ।