শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কায় নিহত বেড়ে ৩২১, সিরীয় নাগরিক আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শ্রীলঙ্কায় ভয়বহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার এই সংখ্যা ৩২১ য়ে গিয়ে ঠেকেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা কর্তৃপক্ষের। হামলায় আহত হয়েছে আরো ৫ শতাধিক মানুষ।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। যদিও দেশটির তদন্তকারী কর্মকর্তারা বলছেন, রোববার তিনটি গির্জা ও চারটি হোটেল লক্ষ্য করে চালানো ওই হামলার মধ্যে কমপক্ষে সাতটি ছিলো আত্মঘাতী বোমা হামলা।

হামলায় কোনো আন্তর্জাতিক ইসলামি জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার সম্ভবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর মার্কিন গোয়ান্দা সূত্রগুলো বলছে, এ হামলার সঙ্গে ইসলামিক স্টেটের যোগসূত্র রয়েছে।

এদিকে ভয়াবহে ওই বোমা হামলার জের ধরে শ্রীলঙ্কা জুড়ে এখনও চলছে ধরপাকড়। ওই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারীদের বহনকারী একজন ভ্যান চালকও রয়েছে। এছাড়া ওই হামলাকারীরা যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিককেও আটক করেছে পুলিশ।

এছাড়া হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে এক সিরীয়কে আটক করেছে শ্রীলঙ্কার সন্ত্রাস তদন্তকারী সংস্থা। স্থানীয়দের জেরার পরেই তাকে আটক করা হয়েছে।

গত রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।