সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

হার মানবে এসি! যদি...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

গরমের রাতে আগুন হয়ে থাকে ঘর? শুয়ে এপাশ ওপাশ করেন, ঘুম আসে না? 

এদিকে, এসি চালালেই তরতর করে বাড়তে থাকে বিদ্যুতের বিল? আবার সবার পক্ষে এসি কেনা বা ব্যবহারের সামথ্যও থাকে না। তাহলে উপায়? 

উপায় নিশ্চয়ই আছে। নিচের পদ্ধতি অনুসরণ করলে এসির চেয়ে ঠাণ্ডা হবে ঘর, হার মানবে এসি!

একটি পাত্র ভরে অনেকগুলো বরফখণ্ড নিন। ঘরের টেবিল ফ্যান বা পেডেস্ট্যাল ফ্যানের সামনে কোণা করে রাখুন পাত্রটি। ফ্যান চলতে থাকলেই সারা ঘরে ছড়িয়ে পড়বে ঠাণ্ডা বাতাস। এতে নিমেষে ঠাণ্ডা হয়ে যাবে ঘর। সারা রাত এভাবেই ঘুমোতে পারবেন আরামে।

এই পদ্ধতি মেনেই তৈরি করা হয়েছিল এয়ার কুলার। একটু বুদ্ধি খাটিয়ে নিজের ঘরেই আপনি নিয়ে আসতে পারেন এয়ার কুলারের ঠাণ্ডা।