সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শ্রমিক দিবসে ফকির আলমগীরের গান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ‘ভালোবাসা তুমি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আগামী ১ মে সিডি ভিশনের ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে গানটি ভিডিওসহ প্রকাশ হবে। গানটির কথা লিখেছেন এ প্রজেন্মর গীতিকার লিমন আহমেদ। সুর দিয়েছেন মুরাদ নূর এবং সংগীতায়োজনে আছেন অভিজিৎ জিতু। 

গানটি প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি আমি অনেক আবেগ নিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।

গীতিকার লিমন বলেন, বিশ্বের সব শ্রমিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গানটি তৈরি করা হয়েছে। চমৎকার এই আয়োজনের জন্য মুরাদ নূর ভাইকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের গর্ব ফকির আলমগীর। তার কণ্ঠের জন্য এ গান লিখতে পেরে আমি আনন্দিত।

সুরকার মুরাদ বলেন, মানুষের কল্যাণে বিশেষ কাজ আমাকে আনন্দ দেয়। আর বাংলার গণসংগীত মানেই ফকির আলমগীর। অনেকদিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশনের মাহবুব ভাইকে।গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।