শ্রীলংকা হামলার ঘটনায় সতর্ক ডিএমপি`র সাইবার ইউনিট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
শ্রীলংকায় গির্জা ও বিলাসবহুল হোটেলে কয়েক দফা বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরো কমপক্ষে ৫০০ মানুষ।
এমন ভয়াবহ হামলার পর বাংলাদেশে অতিরিক্ত সতর্কতামূলক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি কার্যক্রম। একইসঙ্গে সাইবার জগৎকে নিরাপদ রাখতে অতিরিক্ত সতর্কতা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট দেয়া ও এসব লাইক/কমেন্ট/শেয়ার থেকে বিরত থাকার পরামর্শ জানিয়েছে পুলিশ।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, বাংলাদেশ গভীরভাবে শোকাহত এবং একইসঙ্গে কন্সারন্ড ও সেন্সেটাইজড। শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আমরা সদা প্রস্তুত।
তিনি বলেন, দেশে সব সম্প্রদায়ের নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এর মধ্যেও জঘন্য হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশে বিশেষ কিছু মহল সাম্প্রদায়িক কনফ্লিক্টকে উস্কে দিচ্ছে, যা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ।
পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের এ কর্মকর্তা আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অনেকের উগ্র সাম্প্রদায়িক পোস্ট দৃষ্টিগোচর হয়েছে। তাই বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট, লাইক, কমেন্ট বা শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ এ বিষয়ে সাইবার মনিটরিং জোরদার করেছে।
যারাই এমন অপকর্ম করবেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।
