শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বোমা হামলা

শ্রীলংকায় রাষ্ট্রীয় শোক আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার ঘটনায় স্তম্ভিত শ্রীলংকা। ক্রমেই বাড়ছে মৃতদেহের সংখ্যা। ন্যাক্কারজনক এসব প্রাণঘাতী হামলার ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তাছাড়া সোমবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৪টা পর্যন্ত আট ঘণ্টা আগের সতর্কতা হিসেবে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। এর আগে হামলার পর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

রোববার সকাল ও বিকেলে দফায় দফায় বোমা হামলার পর সোমবার সকালে শ্রীলংকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২৯০ জনের প্রাণহানির কথা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতি গণমাধ্যম। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদেরকে বর্তমানে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।