মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইংল্যান্ড সিরিজে নেই শাদাব, বিশ্বকাপ নিয়েও সংশয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

পাকিস্তানের রিস্ট স্পিনার শাদাব খান ছিটকে গেলেন আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে। পাশাপাশি বিশ্বকাপে তার খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়। গত বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেই দলে শাদাব খান ছিলেন। 

জানা গেছে, সংক্রমণ হয়েছে শাদাবের। মুখ্য নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন, ‘‌শাদাবের সংক্রমণ যে ধরনের, তাতে ওর চার সপ্তাহ অন্তত বিশ্রাম দরকার। বিশ্বকাপ দলে পরিবর্তন করার জন্য আমাদের হাতে আর পাঁচ থেকে ছয় সপ্তাহ মতো সময় আছে। আশা করছি, তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। শাদাব দলের সঙ্গে যোগ দিতে পারবে।’‌ 

পিসিবি'র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌শাদাবের রক্তের নমুনা পরীক্ষার পর জানা গেছে ‘‌এ’‌ ভাইরাস রয়েছে ওর শরীরে। ডাক্তার ওকে চার সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের একদিনের সিরিজ এবং একটি টি-২০ ম্যাচে খেলতে পারবে না শাদাব।’‌ 

 

আগামীকাল মঙ্গলবারই ইংল্যান্ড রওনা হয়ে যাবে পাকিস্তান দল। বিশ্বকাপের আগে শেষ সিরিজ খেলতে। পিসিবি'র তরফে আরও জানানো হয়েছে, শাদাব ইংল্যান্ডে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। যাতে সুস্থ হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ মে ট্রেন্ট ব্রিজে মাঠে নামতে পারেন। ‌