শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রিটেনের রানীর ৯৩ বছরে পদার্পণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার ৯৩তম জন্মদিন পালন করেছেন রোববার। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ার এলাকার ১৭ ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন রানী।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণ করেন তিনি। ব্রিটেনের ইতিহাসে রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিন পর্যন্ত যে কোনো রাজা বা রানীর চেয়ে ১১ বছর চার মাস বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন।

ইউকে অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর মতে, ব্রিটেনের ৮০ শতাংশেরও বেশি লোক সিংহাসনে অন্য কাউকে দেখেননি। অর্থাৎ অধিকাংশেরই জন্মই রাণীর সিংহাসনে আরোহনের পর।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ উইনস্টন চার্চিলের আমলে সিংহাসনে আসীন হন। এরপর ব্রিটেনের ১৪ জন প্রধানমন্ত্রী তার অধীনে ছিলেন।