মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দু’বছরের জেল হচ্ছে রোনাল্ডোর

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

 

 

স্পেন ছাড়লেও বিপদ তার পিছু ছাড়ছে না। স্পেনের আয়কর কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা থেকে যেন নিষ্কৃতি নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন বছরের শুরুতেই জুভেন্টাস তারকার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। খবর যদি সত্যি হয়, তাহলে ২০১৯ সালের ২১ জানুয়ারি আয়কর জালিয়াতির জন্য দু’বছরের জেল হতে পারে রোনাল্ডোর। সেই সঙ্গে ১৬.৯ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হবে তাকে।

পর্তুগিজ ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে নিজের ভাবমূর্তিস্বত্ব থেকে আয় করা অর্থের নির্ধারিত কর ১২.৮ মিলিয়ন পাউন্ড পরিশোধ করেননি। এ বছর জুলাইয়ে স্পেনের আয়কর কর্তৃপক্ষের সঙ্গে রোনাল্ডো আপসরফা করেন। তাতে দু’বছরের কারাদণ্ড মেনে নেয়ার পাশাপাশি জরিমানার অর্থ পরিশোধে সম্মত হন তিনি।

জুভেন্টাস তারকাকে অবশ্য জেলে যেতে হবে না। কেননা স্পেনের আইনে প্রথমবার দু’বছরের জন্য যাদের জেল হয়, তাদের কারাবরণ করতে হয় না। আগামী ২১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে মাদ্রিদের একটি আদালতে রায়ের কার্যক্রম শুরু হবে। রোনাল্ডোকে অবশ্য শুনানির জন্য আদালতে হাজির থাকতে হবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায় শুনবেন তিনি। তার বিরুদ্ধে কর ফাঁকির চারটি অভিযোগ রয়েছে।