ভারতের পারমাণবিক অস্ত্র আতশবাজির জন্য নয়, হুঙ্কার মোদির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০০ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

নজর ঘোরাতে ভোটপ্রচারে যুদ্ধ ও পাকিস্তান ভরসা নরেন্দ্র মোদির। এবার রাজস্থানের বাড়মেঢ় ও চিতোরগড়ের জোড়া জনসভা থেকে পাকিস্তানকে পরমাণু অস্ত্রের হুঁশিয়ারি দিলেন তিনি। তার মন্তব্য, ভারতের পারমাণবিক অস্ত্র আতশবাজির জন্য নয়।
মোদি তার ভোট প্রচারে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক নিয়ে জোর গলায় কথা বলে আসছেন। রাজস্থানের জোড়া জনসভায় আরও একধাপ এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান সম্পর্ক তিক্ত। সেই সুযোগ ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করলেন মোদি। আস্তিন থেকে ফের পরমাণু অস্ত্রের তাস বের করলেন মোদি।
পানি, স্থল ও অন্তরীক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম ভারত। ভোট প্রচারে সেই সামরিক তথ্যও তুলে ধরলেন মোদি। সেইসঙ্গে, নিশানা করলেন পাকিস্তানকে। মোদি সরকারের প্রতিশ্রুতি পালন নিয়ে জোরাল প্রশ্ন তুলছে বিরোধীরা। কিন্তু ভোটপ্রচারে তার ধারেকাছে ঘেঁষছেন না মোদি। নজর ঘোরাতেই কি এবার কৌশলে যুদ্ধজিগির তোলার চেষ্টা?