শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

`শ্রীলঙ্কার সংকটে পাশে আছে পাকিস্তান`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

শ্রীলঙ্কার নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে তার অফিসিয়াল টুইটার পেজে এক বিবৃতিতে এ নিন্দা জানান।

টুইট বার্তায় বিবৃতিতে ইমরান খান বলেন, ‘ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলায় শ্রীলঙ্কায় যে পৈশাচিক হামলা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলায় অনেক প্রাণহানি হয়েছে। শতাধিক মানুষ আহত হযেছেন। শ্রীলঙ্কার ভাইদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাই। শ্রীলঙ্কার এই গভীর সংকটে পাকিস্তান তাদের পাশে আছে।