মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জয় উপহার নিয়েই বড়দিন উৎসবে মেসি-ডেম্বেলেরা

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

 

 

 

গোল করেই সামনের দিকে দৌড়ানো শুরু করলেন অধিনায়ক লিওনেল মেসি। অভিনন্দন জানাতে তার পেছন পেছন ছুটলেন উসমানে ডেম্বেলে। চাইলে এটাকেই ধরতে পারেন ম্যাচের প্রতীকী ছবি। এই দুইজনের পায়ে ভর করেই শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

 

যে জয়ে মেসিরা আসলে রাঙিয়েছেন দুটি উপলক্ষ। এক, দুদিন পরই বড়দিন। ফলে জয়ানন্দ নিয়েই বড়দিন উদযাপন করতে পারবেন বার্সেলোনার খেলোয়াড়েরা। দুই, ২০১৮ সালে এটাই ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। ফলে বছরটাও তারা শেষ করতে পারল জয়ের আনন্দ নিয়ে। পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বছর শেষ করলো বার্সেলোনা।

ও হ্যাঁ, চাইলে উপরের ছবিটাকে উল্টিয়েও দিতে পারেন। কল্পনার দৃষ্টিতে দেখতে পারেন ডেম্বেলের পেছন পেছন ছুটছেন মেসি। এই কথার তাৎপর্য হলো, কাল ন্যু-ক্যাম্পে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন ডেম্বেলে। ম্যাচের ১০ মিনিটেই ন্যু-ক্যাম্পকে আনন্দে ভাসান ডেম্বেলে। মৌসুমে এটা ফরাসি তারকার ৭ম লিগ গোল। গোলটি করার পর ডেম্বেলেকে প্রথম অভিনন্দন জানান মেসিই। তবে সেটা দৌড়ে নয়, মুখোমুখি দাঁড়িয়ে হাই-ফাইভ করে!

ম্যাচের ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। যেটা মৌসুমে তার ১৫তম লিগ গোল। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা বর্তমানে কেমন উল্কার গতিতে ছুটছেন, সেটি একটি তথ্যেই স্পষ্ট। এ নিয়ে সর্বশেষ ৩ ম্যাচেই তিনি করলেন ৫ গোল।

ম্যাচটি খেলতে নামার সময় ছোট্ট একটা দুঃসংবাদই ছিল বার্সেলোনা শিবিরে। তাদেরকে টপকে ক্ষণিকের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ। সন্ধ্যায় এসপানিওলকে ১-০ গোলে হারায় অ্যাতলেতিকো। নিজেদের এই ঘরের মাঠের জয়টিই অ্যাতলেতিকোকে তুলে দেয় পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু ঘণ্টা তিনেক পরই আবার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।

১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে ৪ নম্বরে।