শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

বিশ্ব ধরিত্রী দিবস আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

বিশ্ব ধরিত্রী দিবস আজ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার দিবসটি পালন করা হবে।

দিবসটি ১৯৭০ সালে প্রথম পালন করা হয়। বর্তমানে বিশ্ব ধরিত্রী দিবস বিশ্বব্যাপী আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। পাশপাশি প্রতি বছর ১৯৩টিরও অধিক দেশে দিবসটি পালন করা হয়ে থাকে।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। এই দিবস সরকারিভাবে পৃথিবীর অনেক দেশেই পালন করা হয়।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী এক বিরাট সংখ্যক সামাজিক গোষ্ঠী ধরিত্রী সপ্তাহ উদযাপন করে। বিশ্ব সাম্প্রতিক সময়ে যেসব পরিবেশগত বিষয়াদির সম্মুখীন হয়েছে বা হচ্ছে, সেগুলো নিয়ে সপ্তাহ জুড়ে নানা আলোচনা চলে।