শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলংকায় বোমা হামলায় নিহত বেড়ে ২৯০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

শ্রীলংকায় রোববার ইস্টার সানডের দিন তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় চালানো সিরিজ বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।

শ্রীলংকা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাশেখরের বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, এ ঘটনায় আরও ৫০০ জন ব্যক্তি আহত হয়েছেন। এর আগে গতকাল রোববার রাতে সবশেষ ২০৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল শ্রীলংকার পুলিশ।