রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

ডিমেনশিয়া সচেতনতায় ঠাকুরগাঁও জেলা সমিতি’র ক্যাম্পেইন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

ডিমেনশিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 'হাটি ডিমেনশিয়ার জন্য' ক্যাম্পেইন করেছে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সমিতি। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে এই কর্মসূচীর আয়োজনে যৌথভাবে অংশ নেয় আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি।

এই ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও ঠাকুরগাঁও জেলা সমিতির সভাপতি সারোয়ার মাহমুদ।

ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব আজিজুল হক। এ সময় তিনি এই ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা এই ক্যাম্পেইনের নাম দিয়েছি হাটি ডিমেনশিয়ার জন্য। এর অর্থ হল সবাইকে ডিমেনশিয়ার সচেতনতা বাড়াতে হাটা তথা পথ চলা শুরু করতে হবে এখনই।

প্রধান অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক বলেন, ডিমেনশিয়া বাংলাদেশে এখনও অজানা রোগ। এটি মস্তিষ্কের রোগ। অধিকাংশ মানুষই এটাকে রোগ হিসেবে না নিয়ে বয়স্কদের স্বাভাবিক আচরণ বলেই মনে করেন। কিন্তু এই রোগ বাংলাদেশের জন্য আশংকার কারণ হয়ে দাঁড়িয়েছে । আমাদের সবাইকে যে যার অবস্থান থেকে ডিমেনশিয়ার সচেতনতায় কাজ করে যেতে হবে।

বক্তব্যে ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার আলী বলেন, দেশের একমাত্র ডিমেনশিয়া সেন্টার তৈরি হচ্ছে ঠাকুরগাঁও জেলায়। এই মহৎ কাজটির প্রতি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ডাঃ সিরাজউদ্দৌলা। এ সময় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব সেশেল এর কন্স্যুলেট মোঃ আমিরুজ্জামান, সাবেক জেলা জজ লুৎফা বেগম, সাবেক দুদক কর্মকর্তা আব্দুস সোবহান মুকুল, পেট্রোবাংলার কর্মকর্তা নাসিমুল আলিম পরাগ, জনতা ব্যাংকের ডিজিএম চয়ন ইসলাম, শিক্ষক ও সম্পাদক আব্দুল অদুদ ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের স্বজন, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, মেডিক্যাল স্টুডেন্টস সোসাইটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে ঠাকুরগাঁও জেলা সমিতি তাদের নিয়মিত কার্যক্রম ছাড়াও বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।