সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

জন্মদিনে নতুন খবর দিলেন সুস্মিতা শার্লিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

মডেল হিসেবে এরইমধ্যে সুস্মিতা শার্লিন ‘প্রেম কালেকশন’,‘মিরর’,‘ক্লোজআপ কাছে আসার গল্প’সহ বাংলালিংকের ব্র্যান্ড মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে নানা অনুষ্ঠান উপস্থাপনাও করছেন।

বিশেষ করে এটিএন বাংলার ‌কুইন অব সাউথ এশিয়া’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে জনপ্রিয়তা পান তিনি। শনিবার ছিল তার জন্মদিন। ধুমধাম করে জন্মদিন পালনের পর নতুন খবর জানালেন সুস্মিতা শার্লিন।

তিনি বলেন, আমি সামনে একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। সাজ আহমেদ শাহরিয়ার ও বুশরার গাওয়া দ্বৈত কণ্ঠের এ গানটির ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

এ ছাড়া ‘জি অ্যান্ড জি পাওয়ার জেনারেশন’,‘টি এস কর্পোরেশন’,‘সিজ ডায়মন্ড’,‘রেলওয়ে স্কাই ট্রেন’-এর বেশকিছু প্রজেক্টে ডিরেক্টর পদে কাজ করছি। আমি মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনা ও কর্পোরেট অফিসের কাজগুলোতে বেশি মনোযোগী হতে চাই।