আপনার দাঁত ব্রাশের টিপস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

০ ২ মিনিট ব্রাশ করুন আপনার দাঁত দিনে ২ বার ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে।
০ ফ্লস দিয়ে দাঁতের ভিতর ময়লা পরিষ্কার করুন দিনে অন্তত ১ বার।
০ ৩ মাস পর পর আপনার ব্রাশ পরিবর্তন করুন।
০ চিনি সম্মিলিত খাদ্য ও পানীয় যতটা পারা যায় পরিহার করুন।
০ আপনার দাঁতের চিকিৎসকের কাছে নিয়মিত যোগাযোগ রাখুন প্রয়োজনে।
০ প্রতিবেলা খাদ্য গ্রহণের পর চিজ খান। চিজ আপনার দাঁতকে স্বচ্ছ রাখে।