মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আনুশকার ‘জিরো’ দেখে মুগ্ধ কোহলি

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

স্ত্রী আনুশকা শর্মার সিনেমা বলে কথা। তা কী আর মিস করা যায়! অস্ট্রেলিয়ায় ব্যস্ত সূচীর ফাঁকে কাজটি সেরে ফেললেন বিরাট কোহলি। শাহরুখ খান ও আনুশকা অভিনীত সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বেলবোর্নে বুধবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া মধ্যবার বক্সিং ডে টেস্ট। প্রস্তুতির ফাঁকেই ‘জিরো’ সিনেমাটি দেখলেন কোহলি। গত শুক্রবার মুক্তি পায় আনন্দ এল রাই পরিচালিত এই চলচ্চিত্রটি।

সিনেমাটি দেখে মন ভরেছে বলে জানালেন কোহলি। টুইটারে তিনি লিখেছেন, “জিরো দেখলাম। সিনেমাটা ভালো লেগেছে। উপভোগ করেছি। প্রত্যেকেই প্রত্যেকের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলেছে।”

স্ত্রী আনুশকার অভিনয় প্রসঙ্গে বললেন, “আনুশকার পারফরম্যান্স ভালো লেগেছে। কারণ আমার মনে হয়েছে, তার চরিত্রটা ছিল খুবই চ্যালেঞ্জিং। অসাধারণ করেছে সে।”

‘জিরো’ সিনেমায় আনুশকা একজন হুইলচেয়ারবন্দি নাসার বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন।  শাহরুখ-আনুশকার সঙ্গে আরও অভিনয় করেন ক্যাটরিনা, অভয় দেওল ও আর মাধবন। বিশেষ গানে আছেন সালমান খান। ক্যামিও চরিত্রে আছেন প্রয়াত শ্রীদেবী, কাজল, রানি মুখার্জি, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, কারিশমা কাপুর ও জুহি চাওলার মতো তারকা।