সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী সুরভিন চাওলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী সুরভিন চাওলা। সুরভিন এবং তাঁর স্বামী অক্ষয় ঠক্কর মেয়ের নাম রেখেছেন ইভা।

‘হেট স্টোরি ২’-এ অভিনয়ের পর দর্শকমহলে তুমুল জনপ্রিয় হয়েছিলেন সুরভিন। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। শেয়ার করেছেন মেয়ের প্রথম ছবিও। তিনি লিখেছেন, ‘… ছোট্ট পরিবারে আমাদের মেয়ে ইভাকে স্বাগত।’’

সাংবাদিকদের সুরভিন জানিয়েছেন, মা হওয়া অসাধারণ অভিজ্ঞতা। হঠাত্ করেই তাঁর এবং অক্ষয়ের জীবন বদলে গিয়েছে। ‘‘প্রত্যেকটা পদক্ষেপের জন্য অপেক্ষা করছি এখন। সত্যিই আমরা আশীর্বাদ ধন্য।’’

তিন বছর আগে ইতালিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন সুরভিন-অক্ষয়। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বরাবরই অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। তবে আপাতত মেয়েকে সময় দেওয়াটাই তাঁর প্রায়োরিটি। ফের কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনও খোলসা করেননি সুরভিন।