সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

`কলঙ্ক` দেখে নিরাশ দর্শকরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

করণের ‘কলঙ্ক’ ছবি নিয়ে আগে থেকেই কৌতুহল ছিল গোটা বলিউডের। একে তো এই ছবি মাল্টিস্টারার, তার ওপর পিরিয়ড ড্রামা। গত বুধবার মুক্তি পেয়েছে অভিষেক বর্মা পরিচালিত তারকাবহুল এই বলিউড সিনেমা।

বরুণ ধাওয়া, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমাটি প্রথম দিন বেশ ভালো সাড়া ফেললেও দ্বিতীয় দিনে এসেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। সমালোকদের পাশাপাশি ‘কলঙ্ক’ দেখে নিরাশ হয়েছেন দর্শকরাও। ফিল্ম ট্রেড বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করেছেন ‘কলঙ্ক’র বক্স অফিসের অঙ্ক- প্রথম দিন শেষে ২১.৬০ কোটি টাকা আয় করলেও, দ্বিতীয় দিনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।