মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আরামবাগকে হারিয়ে মোহামেডানের ওপরে ব্রাদার্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

১৩ দলের মধ্যে ১১ নম্বরে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করা হলো না মোহামেডানের। শনিবার ময়মনসিংহে আরামবাগকে ১-০ গোলে হারিয়ে মোহামেডানকে ১২ নম্বরে নামিয়ে তাদের ওপরে বসলো গোপীবাগের দলটি। লিগে নিজেদের দ্বিতীয় জয়টি অবনমন অঞ্চল থেকে একটু কিঞ্চিত দুরে সরতে পেরেছে কমলা জার্সিধারীরা।

১২ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৮। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে মহাবিপদে ঐতিহ্যবাহী মোহামেডান। প্রথম পর্বে কোনো ম্যাচ জিততে না পারা বিজেএমসি মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে। আরামবাগ শিরোপা দৌড়ে নেই। এ হারের পর ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো মারুফুল হকের দল।

এ ম্যাচে ব্রাদার্সের গুরুত্বপূর্ণ গোলটি করেছেন তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন। লিগে এই প্রথম গোল করলেন তিনি। দিনের অন্য ম্যাচে বিজেএমসিকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গোল করেছেন ব্রাজিলের অ্যালেক্স রাফায়েল। এ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো শেখ রাসেল।