শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

মালিতে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রধানমন্ত্রী সৌমেলো বৌবেয়ো মাইগা ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগ করেছেন। দেশটিতে বন্দুকধারীর হামলায় ১৬০ পশুপালক নিহত হওয়ার মাসখানেক পর ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন তারা।

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে মালির প্রেসিডেন্টের কার্যালয়। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের কারণ জানায়নি তারা।

মার্চ মাসে জাতিগত সহিংসতায় মালিতে কয়েক শ মানুষের মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল (বুধবার) মালির পার্লামেন্টে সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি তাদের অনাস্থার কথা জানান। জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ, পশুপালকদের ওপর জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের হামলা প্রতিহতে ব্যর্থতা এবং বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিরস্ত্রীকরণ না করতে পারার দায় সরকারের বলে অভিযোগ তুলেছেন এমপিরা।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর প্রেসিডেন্ট শিগগিরই নতুন একজনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবেন বলেও কেইতার কার্যালয় জানিয়েছে।