শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সাপের ভয়ে অফিস ছেড়ে পালিয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

ভয়ে অফিসে যেতে পারছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট। তবে এই ভয় কোনো রাজনৈতিক কিংবা সামরিক হস্তক্ষেপে নয়, দুটো কালো সাপের কারণে অফিসে ছাড়তে হয়েছে তাকে। 

জানা গেছে, সাপের ভয়ে বুধবার থেকে নিজের কার্যালয় বাদ দিয়ে বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ করতে বাধ্য হচ্ছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া।

এর আগেও একবার কার্যালয় ছাড়তে হয়েছে দেশটির প্রেসিডেন্টকে। এরপর আর ফিরতেই পারেননি সেখানে। ২০০৬ সালে এক অগ্নিকাণ্ডে প্রেসিডেন্টের দফতর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র দফতরে বসছেন।

 

স্থানীয় গণমাধ্যমে কর্মচারীদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে।