সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তৌসিফের উপর বিরক্ত তানজিন তিশা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

অভিনেতা তৌসিফ মাহবুবের উপর বেশ বিরক্ত এই সময়ের আরেক অভিনেত্রী তানজিন তিশা। এর কারণ তৌসিফের একটি বদঅভ্যাস। শুধু তিশাই নয় এতে নাকি অনেকেই বিরক্ত এই অভিনেতার উপর। 

তার বদঅভ্যাসটি হচ্ছে সব-সময় কান চুলকানো। তবে বাস্তবে নয়। একটি নাটকের দৃশ্যে এমনটি দেখা মিলবে। নাটকটির নাম  ‘কটন বার’। এই নাটকে তৌসিফের প্রেমিকার চরিত্রে দেখা যাবে তিশাকে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পূর্ণ হয়েছে। এটি নির্মাণ করেছেন ইউসুফ চৌধুরী। আর এর চিত্রনাট্য করেছেন দয়াল সাহা। 

 

নাটকটির গল্পে দেখা যাবে, উত্তরায় একটি ইলেক্ট্রনিক্স শপের বিক্রয় কর্মচারী তৌসিফ মাহবুব। দেখতে খুবই সুদর্শন হলেও তার আছে কান চুলকানোর বদঅভ্যাস। দোকানে ক্রেতারা টিভি-ফ্রিজ সামগ্রী কিনতে এসে তার কান চুলকানো দেখে চলে যেতে থাকে। এদিকে তৌসিফের এই ‘বদ অভ্যাসে’ বিরক্ত হয়ে প্রেমিকা তানজিন তিশাও বার বার আল্টিমেটাম দিচ্ছে ব্রেকাপের! এককথায় কান চুলকানোর কারণে তার জীবনটা অতিষ্ট হয়ে উঠেছে।

এমন মজার গল্পে এগিয়ে যাবে ‘কটন বার’। নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘কটন বার’ ঈদে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। মজার গল্প, সহশিল্পী বন্ধু তৌসিফ, ভালো গল্প সবকিছু মিলেছে বলে কাজটি করেছি।

তৌসিফ মাহবুব-তানজিন তিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, মনিরা মিঠু, সিয়াম নাসির প্রমুখ।