শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

যে পক্ষেই বলেন, কথা বলবেন

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

এমনিতেই আমাদের কথা কওয়ার সুযোগ কম। পাঁচ বছর পর পর আমরা সুযোগ পাই কথা বলার। এবার তো সেটা আসলো দশ বছর পর।

তাই প্রিয় ভাই-বোনেরা, আপনাদের যদি মহাজোটকে কিছু বলার থাকে, তিরিশ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে বলবেন। একইভাবে ঐক্য ফ্রন্টকে কিছু বলার থাকলেও ভোট কেন্দ্রে গিয়ে বলবেন।

যেই পক্ষেই বলেন, কথা বলবেন।

কারন, কথা না বলতে বলতে এক সময় আপনার কন্ঠস্বর হারিয়ে যাবে। তখন কঠিন স্পিচ থেরাপি দিয়েও আর কন্ঠ ফেরত পাওয়া যাবে না।

সুতরাং কথা বলুন, আপনার কন্ঠ শোনান ক্ষমতাবানদের, জানান আপনি কেমন বাংলাদেশ চান। নাহলে তারা যেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশেই আপনাকে থাকতে হবে।