শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ইয়েমেনে সৌদি জোটের আরেক ড্রোন ধ্বংস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

সৌদি জোটের আরও একটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনিরা। শুক্রবার ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা করেছে, উত্তরাঞ্চলীয় সা'দা এলাকার আকাশে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোনটি সা'দা এলাকায় পাঠিয়েছিল।

এর আগে গত ২৩ মার্চ ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনীর হামলায় রাজধানী সানায় একটি ড্রোন ধ্বংস হয়। এ নিয়ে বেশ কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনিরা।

 

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। সৌাদি নেতৃত্বাধীন জোটকে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো সার্বিক সহযোগিতা দিচ্ছে।